গুলশানে ১০ তলা ভবনের পাশে পাওয়া গেল গৃহবধূর মরদেহ

রাজধানীর গুলশান-২ এর ৬৯ নম্বর সড়কে একটি বাড়ির পাশ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ২টার দিকে ১০ তলা ভবনের নবম তলা থেকে তিনি পড়ে নিহত হন বলে পরিবারের লোকজনের বরাতে জানিয়েছে পুলিশ।

রাজধানীর গুলশান-২ এর ৬৯ নম্বর সড়কে একটি বাড়ির পাশ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুর ২টার দিকে ১০ তলা ভবনের নবম তলা থেকে তিনি পড়ে নিহত হন বলে পরিবারের লোকজনের বরাতে জানিয়েছে পুলিশ।

গুলশান থানার উপপরিদর্শক মাসুম বিল্লাহ দ্য ডেইলি স্টারকে বলেন, নিহত নারীর নাম ইশরাত জাহান মিতু (২৮)। তিনি নির্মাণ ব্যবসায়ী নাজরাতান নাইম আহমেদের স্ত্রী। আরপি কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মালিক নাজরাতান নাইম আহমেদের পরিবার।

নিহতের স্বজন ওয়াহিদুর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মিতুর তিন সন্তান। তার ছোট ছেলের বয়স ১০ মাস। আমরা তার পারিবারিক কলহের কথা জানতাম। আজ বিকেলে গুলশান থেকে ফোন করে জানানো হয় মিতু অনেকগুলো ঘুমের ওষুধ খেয়েছে। গুলশানে বাসায় যাওয়ার পর জানানো হয়, নবম তলার ব্যালকনি থেকে লাফিয়ে পড়ে মিতু আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আমরা পুলিশের তদন্ত চাই।’

এ ব্যাপারে উপপরিদর্শক মাসুম বিল্লাহ রনি বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।

ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago