করোনাভাইরাস

ভারতে ৭৬ দিনের মধ্যে সর্বনিম্ন শনাক্ত ৬০৪৭১, মৃত্যু ২৭২৬

ছবি: রয়টার্স

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৬০ হাজার ৪৭১ জনকে শনাক্ত করা হয়েছে। গত ৭৬ দিনের মধ্যে এটিই দেশটিতে সর্বনিম্ন শনাক্ত।

আজ মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে এ তথ্য জানানো হয়েছে।

এখন পর্যন্ত ভারতে মোট শনাক্ত হয়েছে দুই কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জন।

একই সময়ে করোনায় আক্রান্ত হয়ে দুই হাজার ৭২৬ জন মারা গেছেন। এ পর্যন্ত মারা গেছেন তিন লাখ ৭৭ হাজার ৩১ জন।

সংক্রমণের দিক থেকে বিশ্বের মধ্যে ভারতের অবস্থান বর্তমানে দ্বিতীয় এবং মৃত্যুর দিক থেকে তৃতীয়।

গত ২৪ ঘণ্টায় ভারতে সুস্থ হয়েছেন আরও এক লাখ ১৭ হাজার ৫২৫ জন। মোট সুস্থ হয়েছেন দুই কোটি ৮২ লাখ ৮০ হাজার ৪৭২ জন।

ভারতে সংক্রমণ সবচেয়ে বেশি মহারাষ্ট্রে। এরপর রয়েছে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, দিল্লি, ছত্তিশগড় ও রাজস্থান।

গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে শনাক্ত হয়েছেন আট হাজার ১২৯ জন।

ভারতে মোট শনাক্ত দুই কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৮৮১ জনের মধ্যে বর্তমানে আক্রান্ত রয়েছেন নয় লাখ ১৩ হাজার ৩৭৮ জন।

ভারতে এখন পর্যন্ত ২৫ কোটি ৯০ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে এনডিটিভির প্রতিবেদনে।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, ভারতের মোট জনসংখ্যা ১৩৯ কোটির বেশি। সেখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে দুই লাখ ৭৩ হাজার ৮০০টি নমুনা পরীক্ষা করা হয়। আর বাংলাদেশে জনসংখ্যা ১৬ কোটি ৬২ লাখের বেশি। এখানে প্রতি ১০ লাখ মানুষের মধ্যে গড়ে ৩৭ হাজার ২৬৮টি নমুনা পরীক্ষা করা হয়।

উল্লেখ্য, গত বছরের ৩০ জানুয়ারি ভারতে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, সংক্রমণের দিক থেকে বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান দুই নম্বরে। ভারতের আগে রয়েছে যুক্তরাষ্ট্র ও পরে ব্রাজিল।

Comments

The Daily Star  | English

Leaked audio reveals Hasina ordered lethal force in deadly crackdown: BBC investigation

In the audio, Hasina is heard saying she authorised security forces to "use lethal weapons" against demonstrators

2h ago