নিউজিল্যান্ডের ফাইনালের দলে স্যান্টনারের জায়গায় প্যাটেল

Ajaz Patel
ছবি: টুইটার

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নিউজিল্যান্ড দলে জায়গা পাননি বাঁহাতি স্পিনার মিচেল স্যান্টনার। ইংল্যান্ডের বিপক্ষে ভালো নৈপুণ্য দেখিয়ে জায়গা করে নিয়েছে আজাজ প্যাটেল।

ভারতের বিপক্ষে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য ১৫ জনের চূড়ান্ত দল দিয়েছে কিউইরা। তাতে জায়গা হয়নি ইংল্যান্ডের বিপক্ষে খেলে ড্যারেল মিচেলেরও।

পাঁচ বিশেষজ্ঞ পেসারের সঙ্গে কিউই দলে আছেন পেস অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। বাঁহাতি স্পিনার প্যাটেলই তাদের স্পিন আক্রমণের একমাত্র ভরসা। এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে সর্বশেষ টেস্টে দুই ইনিংসেই দুটি করে উইকেট নেন প্যাটেল। ফাইনালেও ভারতে জন্ম নেওয়া এই স্পিনারের কাছ থেকে গুরুত্বপূর্ণ ব্রেক থ্রোর আশায় থাকবে নিউজিল্যান্ড।

কিপার ব্যাটসম্যান বিজে ওয়টলিং থাকলেও দলে রাখা হয়েছে টম ব্ল্যান্ডেলকে।

১৮ জুন সাউদাম্পটনের টেস্টের সেরা হওয়ার লড়াইয়ে নামবে ভারত-নিউজিল্যান্ড।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নিউজিল্যান্ড স্কোয়াড: টম ল্যাথাম, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, হেনরি নিকোলস, উইল ইয়ং, বিজে ওয়েটলিং, টম ব্ল্যান্ডেল, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়েগনার, আজাজ প্যাটেল, টেন্ট বোল্ট, ম্যাট হেনরি।

Comments

The Daily Star  | English

Netanyahu says Israel close to meeting its goals in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

19h ago