ডিবি কার্যালয়ে যাচ্ছেন পরীমনি
চিত্রনায়িকা পরীমনিকে আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে ডাকা হয়েছে। বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে পরীমনি বলেন, ‘মামলার বাদী হিসেবে আমার বক্তব্য শোনার জন্য আজ দুপুরের পর সুবিধাজনক সময়ে আমাকে তারা যেতে বলেছেন।’
ডিবির গুলশান বিভাগের উপকমিশনার মশিউর রহমান ডেইলি স্টারকে বলেন, ‘আমরা পরীমনিকে ডিবি অফিসে আসার জন্যে আহ্বান জানিয়েছি। যেকোনো মামলা হলেই আমরা বাদীর সঙ্গে কথা বলি। এক্ষেত্রেও আমরা আসামিদের বিষয়ে ও পরীমনির পর্যবেক্ষণ জানতে তাকে আসতে বলেছি।’
গত রোববার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ করেন এই অভিনেত্রী। এরপর সাভার থানায় এ ঘটনায় একটি মামলা দায়ের হয়। গতকাল সেই মামলায় গ্রেপ্তার করা হয় মূল অভিযুক্ত নাসির উদ্দিন মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ পাঁচ জনকে। সেসময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে মাদক উদ্ধার করা হয়। পরে গতকালই রাজধানীর বিমানবন্দর থানায় পাঁচ জনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়।
আরও পড়ুন:
নাসির-অমিসহ ৫ জনের বিরুদ্ধে মাদক মামলা
পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টায় মামলা: প্রধান আসামি নাসিরসহ গ্রেপ্তার ৫
পরীমনিকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ: সাভার থানায় মামলা
Comments