বান্দরবানে ১ ইউনিয়নে ডায়রিয়ায় ৬ জনের মৃত্যু

আক্রান্ত আরও প্রায় ২০০ জন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

বান্দরবানের আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের দুর্গম কয়েকটি পাড়ায় ডায়রিয়ায় অন্তত ছয় জনের মৃত্যু হয়েছে। এক সপ্তাহে ওই ইউনিয়নের বিভিন্ন পাড়ায় প্রায় দুই শ জন পানিবাহিত রোগটিতে আক্রান্ত হয়েছেন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা দ্য ডেইলি স্টারকে ছয় জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তবে কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো গতকাল দুই জনসহ মোট আট জনের মৃত্যুর কথা জানিয়েছেন।

ইউপি চেয়ারম্যানের তথ্য অনুযায়ী মারা যাওয়ারা হলেন—পাইরিং ম্রো, সংফু ম্রো, মানডম ম্রো, রেংচং ম্রো, রামডন ম্রো, কাইথার ম্রো, তুমলত ম্রো, এবং জনরুং ত্রিপুরা, বলেন কুরুকপাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্রাতপুং ম্রো। এদের মধ্যে পাইরিং ম্রোর বয়স ছয় বছর। অন্যদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে।

ক্রাতপুং ম্রো দ্য ডেইলি স্টারকে বলেন, মারা যাওয়ারা সবাই কুরুকপাতা ইউনিয়নের দুর্গম মাংরুম পাড়া, মেনিউ পাড়া এবং সোনাবি পাড়ার বাসিন্দা। এই পাড়াগুলোতে এক সপ্তাহে প্রায় দুই শ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।

বান্দরবানের সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা দ্য ডেইলি স্টারকে বলেন, ‘কুরুপাতা ইউনিয়নে ডায়রিয়ায় আক্রান্তদের চিকিৎসায় তিনটি মেডিকেল টিম সেখানে কাজ করছে। কুরুকপাতা ইউনিয়নে এখন পর্যন্ত ছয় জনের মৃত্যুর তথ্য পেয়েছি।’

বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘গতকাল হেলিকপ্টারে করে আমাদের একটি টিম ডায়রিয়া আক্রান্ত দুর্গম এলাকায় গিয়ে চিকিৎসা সেবা শুরু করেছে।’

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago