সাভারে অস্ত্র ও গুলিসহ ছাত্রলীগ নেতা আটক
ঢাকার সাভারে একটি পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ ছাত্রলীগের নেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃত রবিউল ইসলাম (৩৩) সাভারের শিমুলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি।
র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ জানতে পারে কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী আশুলিয়া থানার শিমুলিয়া এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে রবিউল ইসলামকে একটি দেশিয় পিস্তল, একটি ম্যাগজিন ও এক রাউন্ড গুলিসহ আটক করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রবিউলের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃত আসামি অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন। আসামি মূলত অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কোনো কথা বলতে সাহস করতো না এবং কেউ তার বিরুদ্ধে কোনো অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাতেন তিনি।
ঢাকা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল রহমান বলেন, ‘রবিউল ইসলাম শিমুলিয়া ইউনিয়ন শাখা ছাত্রলীগের সভাপতি। আমরা তার আটকের বিষয়টি নিশ্চিত হয়েছি। বিষয়টি ক্ষতিয়ে দেখে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেব।’
Comments