সিলেটে ২ শিশুসহ মাকে কুপিয়ে হত্যা
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুই শিশুসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে সময় শিশুদের পিতাকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।
গতকাল মঙ্গলবার দিনগত রাতে উপজেলার ফতেপুর ইউনিয়নের বিন্নাকান্দি গ্রামের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। পরে আজ বুধবার সকালে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে পুলিশকে জানালে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলেন— আলিমা বেগম (৩০), তার ছেলে মিজান (১০) ও মেয়ে তানিশা (৩)। এ ছাড়াও, গুরুতর আহত হয়েছেন আলিমার স্বামী হিফজুর রহমান। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ বলেন, ‘সবার মাথায় ও গলায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। দুর্বৃত্তরা রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’
‘এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি। তবে, পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। মরদেরগুলো উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে’, বলেন পুলিশের এই কর্মকর্তা।
Comments