ঝিনাইদহে ২৪ ঘণ্টায় সংক্রমণ ৩৫.৮৩ শতাংশ, মৃত্যু ১
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ জন। একই সময়ে মারা গেছেন একজন।
আজ বুধবার এ তথ্য জানা গেছে।
ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ সকালে যশোর, কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে আসা ১২০ জনের নমুনা পরীক্ষার ফলাফলে ৪৩ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তের হার ৩৫ দশমিক ৮৩ শতাংশ।’
‘আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদরে ২২ জন, শৈলকূপায় পাঁচ, হরিণাকুণ্ডুতে সাত জন, কালীগঞ্জে ছয় ও মহেশপুরে তিন জন রয়েছেন।’
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এ নিয়ে জেলায় মোট ৩ হাজার ১৯৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এ দিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছে মারা গেছে একজন। এ নিয়ে জেলায় মারা গেছেন মোট ৬১ জন।
গতকাল মঙ্গলবার ঝিনাইদহে করোনা সংক্রমণের হার ছিল ৫৬ দশমিক ৬৭ শতাংশ।
Comments