ডাচ-বাংলা ব্যাংকের ২ কোটি ৫৭ লাখ টাকা আত্মসাৎ: গ্রেপ্তার ৪

এটিএম মেশিনের ইলেকট্রনিক জার্নাল পরিবর্তন করে দুই কোটি ৫৭ লাখ এক হাজার টাকা আত্মসাৎ করার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের একটি দল।
Arrest logo
প্রতীকী ছবি। স্টার অনলাইন গ্রাফিক্স

এটিএম মেশিনের ইলেকট্রনিক জার্নাল পরিবর্তন করে দুই কোটি ৫৭ লাখ এক হাজার টাকা আত্মসাৎ করার ঘটনায় চার জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের সাইবার ও বিশেষ অপরাধ বিভাগের একটি দল।

আজ মঙ্গলভার এ বিষয়ে ব্রিফিং করে এ তথ্য জানান ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

গ্রেপ্তার চার জন হলেন— সায়মা আক্তার, আল-আমিন বাবু, মেহেদী হাসান মামুন ও আসাদুজ্জামান আসাদ। তাদের কাছ থেকে চারটি মোবাইল উদ্ধার করা হয়।

ব্রিফিংয়ে জানানো হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ডাচ-বাংলা ব্যাংকের ঢাকা ডিভিশনের এডিসি হিসেবে কর্মরত ছিলেন মীর মো. শাহারুজ্জামান রনি। এই পদে থাকাকালে দীর্ঘদিন তিনি স্ত্রীসহ গ্রেপ্তার অন্যদের দিয়ে এটিএম বুথে লেনদেন করাতেন। লেনদেনের পর এটিএমের ইলেকট্রনিক জার্নাল এমনভাবে পরিবর্তন করে দিতেন, যাতে পরবর্তী সময়ে এটিএম থেকে টাকা না পাওয়ার অভিযোগ সঠিক বলে প্রতীয়মান হয়। ডাচ-বাংলা ব্যাংকের এটিএম মনিটরিং টিমে কর্মরত থাকা অবস্থায় রনি উপস্থিত থেকে কৌশলের মাধ্যমে বিভিন্ন এটিএমের ইলেকট্রনিক জার্নাল পরিবর্তন করে ৬৩৭টি অ্যাকাউন্টের মাধ্যমে এক হাজার ৩৬৩টি লেনদেন করিয়ে দুই কোটি ৫৭ লাখ এক হাজার টাকা আত্মসাৎ করেন।

বর্তমানে রনি বিদেশে আত্মগোপনে আছেন। তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। এই ঘটনায় মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

Comments

The Daily Star  | English

ICT to begin trial for July-August 'massacre' on Thursday

ICT Chief Prosecutor says the trial of individuals involved in crimes against humanity during the uprising would be prioritised

6m ago