ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বিএনপির এমপি হারুনের
বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ জাতীয় সংসদে ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। আজ বুধবার আইন প্রণয়নের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।
সম্প্রতি তুরাগ তীরে এ ক্লাবে যাওয়ার পর ক্লাবের সদস্য নাসির ইউ মাহমুদ চলচ্চিত্রশিল্পী পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টা চালিয়েছেন- এমন অভিযোগে মামলা করেছেন পরীমনি।
ওই ঘটনার উল্লেখ করে হারুনুর রশীদ বলেন, ‘দুদিন আগে একটা ঘটনা ঘটেছে। ঢাকা বোট ক্লাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা কথা হচ্ছে। তুরাগ নদীর পাড় দখল করে ওই ক্লাব করা হয়েছে বলে আলোচনা আছে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ এই ক্লাবের সভাপতি।’
হারুন বলেন, ‘নারীদের কাজে যাওয়ার পথ কতটা নিরাপদ, সেটা দেখতে হবে। কাজে যাওয়ার পথে ধর্ষণের ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে রাষ্ট্রকে কঠোর বার্তা দিতে হবে।’
‘অনেকে বলছেন, নারীদের ক্লাবে যাওয়া খারাপ’ উল্লেখ করে হারুন প্রশ্ন করেন, নারীদের ক্লাবে যাওয়া খারাপ হলে, পুরুষদের খারাপ হবে না কেন? নারীরা মদ্যপান করলে খারাপ বলা হচ্ছে, পুরুষ করলে খারাপ নয়?
বিএনপির এই সংসদ সদস্য বলেন, ‘মুনিয়া ব্যভিচারের শিকার হলো, কারা করল? প্রধানমন্ত্রী কী ব্যবস্থা নিয়েছেন? সমাজের ওপরের তলার লোকজন এর সঙ্গে জড়িত। তাদের আইনের আওতায় আনতে হবে।’
আরও পড়ুন:
Comments