২০ বছর পর পার্মায় ফিরলেন বুফন
ফুটবল ক্যারিয়াররা শুরু করেছিলেন পার্মার হয়েই। জুনিয়র ও সিনিয়র পর্যায়ে ১০ বছর খেলার পরই রেকর্ড ট্রান্সফার ফিতে যোগ দিয়েছিলেন জুভেন্টাসে। তবে ২০ বছর পর সেই পার্মায় ফিরছেন সময়ের অন্যতম সেরা গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল ক্লাব পার্মা ক্যালসিও ১৯১৩।
২০০১ সালে পার্মা থেকে জুভেন্টাসে যোগ দিয়েছিলেন বুফন। এরপর ১৭ বছর খেলার পর ২০১৮ সালে যোগ দেন পিএসজিতে। এক মৌসুম খেলার পর ফের ফিরে আসেন জুভেন্টাসে। বয়েচেক সেজনির ব্যাক আপ হিসেবে দুই মৌসুম কাটানোর এবার যোগ দিলেন পার্মায়। ক্লাবটির সঙ্গে দুই বছরের চুক্তি করছেন ৪৩ বছর বয়সী এ গোলরক্ষক।
বুফনের ট্রান্সফার নিশ্চিত করার সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে পার্মা লিখেছে, 'তিনি সেখানে ফিরে এসেছেন যেখানে তিনি ছিলেন। তিনি বাড়ি ফিরে এসেছেন।'
১৯৯৫ সালে পার্মার জার্সিতে পেশাদার ফুটবলে অভিষেক হয়েছিল বুফনের। ছয় বছর সে ক্লাবটিতে খেলেন তিনি। জিতেছিলেন একটি কোপা ইতালিয়া, একটি ইতালিয়ান সুপারকোপা এবং একটি উয়েফা কাপ।
তবে বুফনের মূল সাফল্য জুভেন্টাসের হয়েই। এ ক্লাবের হয়ে ১০টি স্কুদেত্তি জিতেছেন তিনি। এছাড়া পিএসজির হয়ে একটি লিগ ওয়ান শিরোপাও জেতেন এ কিংবদন্তি। ইতালির হয়ে জিতেছেন বিশ্বকাপ। ২০০৬ বিশ্বকাপে রেকর্ড ৫টি ক্লিনশিট রেখে জিতেছিলেন গোল্ডেন গ্লাভসও।
Comments