মাইক্রোসফটের নতুন চেয়ারম্যান প্রধান নির্বাহী সত্য নাদেলা
প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলাকে নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে মাইক্রোসফট করপোরেশন। তিনি প্রতিষ্ঠানটির বর্তমান চেয়ারম্যান জন থম্পসনের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার মাইক্রসফট এ ঘোষণা দিয়েছে বলে আজ বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে।
ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা ২০১৪ সালে মাইক্রোসফটের প্রধান নির্বাহীর দায়িত্ব গ্রহণ করেন। এরপর তিনি লিংকডইন, নুয়ান্স কমিউনিকেশনস ও জেনিম্যাক্সের মতো বিলিয়ন ডলার মূল্যের প্রতিষ্ঠান অধিগ্রহণসহ সংস্থাটির বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মাইক্রোসফট জানায়, ২০১৪ সালে প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা বিল গেটসের পরে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়া থম্পসন এখন এর স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন।
Comments