সানিকে বর্ণবাদী গালি ও ঢিল ছুঁড়ে ৫০ হাজার টাকা জরিমানা সাব্বিরের
শেখ জামাল ধানমন্ডির ক্রিকেটার ইলিয়াস সানিকে বর্ণবাদী গালি ও ঢিল ছুঁড়ে মারার ঘটনার অভিযোগ উঠেছিল সাব্বির রহমানের বিরুদ্ধে। সে ঘটনায় তদন্ত শেষে সাব্বিরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ক্রিকেটে কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)। সঙ্গে শেখ জামালের ম্যানেজার সুলতান মাহমুদকেও একই পরিমাণ আর্থিক জরিমানা করেছে সংস্থাটি। পাশাপাশি সতর্ক করে দেয়া হয়েছে ইলিয়াস সানিকেও।
তবে তদন্তের রিপোর্টে ঠিক কী ঘটনার কারণে সাব্বির ও সুলতানকে জরিমানা করা হয়েছে তা নির্দিষ্ট করে বলেনি বিসিবি। বৃহস্পতিবার এক বিবৃতিতে সিসিডিএম জানিয়েছে, '১৬ জুন বিকেএসপিতে দুজন ক্রিকেটার এবং একজন ক্লাব অফিসিয়াল সম্পৃক্ত ছিলেন এমন একটি ঘটনা সিসিডিএমের কাছে রিপোর্ট করা হয়েছিল। সিসিডিএমের টেকনিক্যাল কমিটির অনলাইন শুনানিতে উপস্থিত ছিলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের মোহাম্মদ ইলিয়াস সানি ও ম্যানেজার সুলতান মাহমুদ, লিজেন্ডস অব রূপগঞ্জের সাব্বির রহমান।'
মূল ঘটনাটি ঘটে আগের দিন বুধবার সকালে বিকেএসপির তিন নম্বর মাঠে। চলছিল শেখ জামাল ধানমন্ডি ও ওল্ড ডিওএইচএসের ম্যাচ। এরপর দুপুরে খেলা ছিল লিজেন্ডস অব রূপগঞ্জের। শেখ জামালের ম্যাচ চলাকালীন রূপগঞ্জের দল মাঠে যাওয়ার সময় বাউন্ডারি লাইনের কাছে থাকা ইলিয়াসকে সাব্বির বর্ণবাদী গালিগালাজ করেন ও ইট ছুঁড়ে মারেন বলে সিসিডিএম বরাবর অভিযোগ করে শেখ জামাল ক্লাব কর্তৃপক্ষ। তবে বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন সাব্বির।
জানা গেছে, সে ঘটনায় ঢাকা প্রিমিয়ার লীগের শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং ওল্ড ডিওএইচএসের ম্যাচটি হঠাৎ বন্ধ হয়ে যায় পাঁচ মিনিটের জন্য। সে সময় আম্পায়ারের কাছে এ বিষয়ে অভিযোগ করেন ইলিয়াস সানি।
পরে দ্য ডেইলি স্টারকে ক্রিকেটার ইলিয়াস বলেছিলেন, 'আজ বিকেএসপিতে আমাদের খেলা ছিল সকালে। আমি ডিপে ফিন্ডিং করছিলাম। তখন রূপগঞ্জের বাসটা এসে থামে। সাব্বির নেমেই আমাকে চরম বর্ণবাদী গালি দিতে থাকে। আমি তবু উপেক্ষা করেছিলাম। কিন্তু সে পরে আমাকে ঢিল ছুঁড়ে মারে। তখন আমি আম্পায়ার ও ম্যাচ রেফারিকে জানাই। দুই-তিন মিনিট খেলা বন্ধ ছিল।'
অন্যদিকে এই ব্যাপারে নিজেকে নির্দোষ দাবি করে দ্য ডেইলি স্টারকে সাব্বির বলেন, 'আমরা তখন মাঠে যাচ্ছিলাম। পেছন থেকে কেউ উনাকে কাইল্লা কাইল্লা বলে। সবাই উনাকে কাইল্লা বলে ডাকে। আমি বলিনি। উনি ভাবছে আমি বলেছি। আর ঢিল ছুঁড়ে মারার তো প্রশ্নই আসে না। ঢিল ছুঁড়ে মারা কি সহজ? আমি কেন এটা করতে যাব। উনি আমার সিনিয়র।'
অবশ্য সাব্বিরকে নিয়ে এমন বিতর্ক নিয়মিত উঠে আসছে। শুধু মাঠের ক্রিকেট নয়, মাঠের বাইরের নানা ঘটনায় বিতর্কে জড়িয়ে পড়া প্রায় নিয়মিতই তার জন্য।
Comments