কুয়াকাটায় ৩৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ, ৬ হোটেলকে জরিমানা

ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেড়িবাঁধের বাইরে ৩৬টি ছোট-বড় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়াও জরিমানা করা হয়েছে ছয়টি আবাসিক হোটেলকে।

আজ বৃহস্পতিবার দুপুর থেকে কলাপাড়া উপজেলা ভূমি প্রশাসন এই উচ্ছেদ অভিযান শুরু করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল এই অভিযানের নেতৃত্ব দেন।

মহিপুর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা আব্দুল আজিজ বলেন, ‘কুয়াকাটা জিরো পয়েন্ট এলাকায় অবৈধভাবে স্থাপিত ৩৬টি ছোট-বড় স্থাপনা অপসারণ করা হয়েছে। সরকারি খাস জমিতে এসব অবৈধ স্থাপনা তোলা হয়েছিল।’

এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ ছাড়া করোনা পরিস্থিতিতে আরোপিত বিধি-নিষেধ উপেক্ষা করে ব্যবসায়িক কর্মকাণ্ড পরিচালনা করার অপরাধে কুয়াকাটার ছয়টি আবাসিক হোটেলকে মোট ৪৫ হাজার ৯০০ টাকার জরিমানা করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Over 290 killed as Air India Dreamliner crashes into Ahmedabad college hostel

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

10h ago