আবারও টিভি নাটকে মৌ

সাদিয়া ইসলাম মৌ দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। মডেলিং জগতে তার অবস্থান শীর্ষ পর্যায়ে। পাশাপাশি মাঝে মাঝে টিভি নাটকেও অভিনয় করেন তিনি।
Sadia_Islam_Mou.jpg

সাদিয়া ইসলাম মৌ দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী। মডেলিং জগতে তার অবস্থান শীর্ষ পর্যায়ে। পাশাপাশি মাঝে মাঝে টিভি নাটকেও অভিনয় করেন তিনি।

এবার খানিকটা বিরতি দিয়ে মৌ নতুন একটি এক ঘণ্টার টিভি নাটকে অভিনয় করেছেন। নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। এক ঘণ্টার নাটকটির নাম অন্ব জলছবি। নাট্যকার ইফফাত আরা তন্বী।

মৌকে এই নাটকে দেখা যাবে একজন করপোরেট নারীর ভূমিকায়। বাবা-মাকে হারানোর পরে জীবনে অনেক উত্থান-পতন ঘটেছে। অনেক সংগ্রামের পরে একটি জায়গায় পৌঁছেছেন। সব হারানো থেকে সফলতা অর্জনের গল্প নিয়ে এগিয়ে যাবে নাটকটি।

মৌ অভিনীত চরিত্রের নাম কায়নাত। মৌ ছাড়াও অন্ব জলছবি নাটকে অভিনয় করেছেন খায়রুল বাশার ও মৌসুমী মৌ। বেসরকারি টিভি চ্যানেলের জন্য নাটকটি নির্মিত হয়েছে।

চয়নিকা চৌধুরী বলেন, আমার ২০ বছরের নাটক পরিচালনার ক্যারিয়ারে প্রথমবার মৌকে নিয়ে নাটক বানালাম। সময় মতো সেটে আসা, অভিনয়ে মনোযোগ— মৌয়ের এসব গুণাবলী সত্যি আমাকে মুগ্ব করেছে।

মৌ বলেন, কাজটি অনেক সুন্দর হয়েছে।

উল্লেখ্য, সাদিয়া ইসলাম মৌ করোনাকালে আরও একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছেন। নাটকটি পরিচালনা করেছেন অভিনেতা আনিসুর রহমান মিলন। নাটকটির নাম ঘোর। এই নাটকটির মধ্যে দিয়ে মৌ প্রায় এক বছর পর নাটকের জন্য ক্যামেরার সামনে দাঁড়ালেন।

Comments

The Daily Star  | English

Egg supplies take a hit

Wholesalers in Tejgaon, Ctg’s Pahartali halt selling

2h ago