গোল আসবেই, বিশ্বাস আর্জেন্টাইন কোচের
টানা তিনটি ম্যাচে পয়েন্ট খুইয়েছে আর্জেন্টিনা। তিনটি ম্যাচেই স্পষ্ট প্রাধান্য ছিল দলটির। গোল করার মতো অনেক সহজ সুযোগও তৈরি করেও ফরোয়ার্ডের ব্যর্থতায় কাঙ্ক্ষিত গোল পায়নি তারা। ফরোয়ার্ডদের এমন ব্যর্থতায় স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় থাকার কথা দলটির। কিন্তু কোচ লিওনেল স্কালোনি এসব নিয়ে ভাবছেন না। তার বিশ্বাস প্রতিপক্ষ শিবিরে আক্রমণের এ ধারা অব্যাহত থাকলে গোল আসবেই।
কোপা আমেরিকায় চিলির বিপক্ষে নিজেদের সবশেষ ম্যাচেও দারুণ ফুটবল উপহার দিয়েছিল তারা। প্রথমার্ধে প্রায় একক দাপট দেখিয়েছে তারা। তবে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় চিলি। সমতাও ফেরে। এরপর আর্জেন্টাইনরা নিজেদের খেলা গোছাতে পারলেও লক্ষ্যভেদ আর করতে পারেনি। ফলে ১-১ গোলের ড্র মেনে আসর শুরু করতে হয় তাদের। টুর্নামেন্টে ভালো কিছু করতে হলে পরবর্তী ম্যাচে কাঙ্ক্ষিত গোল আদায় করতেই হবে দলটিকে।
আর দলের এ ব্যর্থতায় স্বাভাবিকভাবেই কাঠগড়ায় মূল সেন্টার ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ। দারুণ খেললেও গোলের দেখা পাচ্ছেন না তিনি। তবে তাকে নিয়ে কোনো ধরণের দুশ্চিন্তার কারণ দেখছেন না কোচ স্কালোনি, 'আমি লাউতারোর সবকিছু ঠিকঠাকই দেখছি, আমার কিছু বলার নেই। ও সবসময় আমাদের আত্মবিশ্বাস ছিল। ও কোপা আমেরিকায় ভালো করছে। বাছাইপর্বের ম্যাচ দুটিতেও ও ভালো খেলেছে। আমি বুঝতে পারছি না বর্তমানে তার এমন ফর্ম থাকার পরও কেন তাকে নিয়ে সবাই দুশ্চিন্তা করছে।'
গোল না পেলেও শিষ্যদের খেলার ধরনে খুশি স্কালোনি। এ ধারা অব্যাহত থাকলে গোল আসবেই বলে বিশ্বাস করেন আর্জেন্টাইন কোচ, 'গোল করার মতো পরিস্থিতি তৈরি করা এবং ফোকাসে থাকা সবসময়ই ভালো ব্যাপার। এই পরিস্থিতিতে আমরা জালে বল পাঠাতে পারিনি। তবে যে ভাবে চলছে তাতে আমরা নিশ্চিত গোল আসবে। দ্বিতীয়ার্ধের কিছু সময় ছাড়া (চিলির বিপক্ষে) আমাদের সবকিছুই ঠিক ছিল। যেভাবে আক্রমণ করছি তাতে অবশ্যই বল ভিতরে ঢুকবে। তবে দল যদি সম্ভাবনা তৈরি না করতো তাহলে এটা উদ্বেগের বিষয় হতো।'
আগামীকাল শনিবার সকালে লাতিন আমেরিকার আরেক শক্তিশালী দল উরুগুয়ের মোকাবেলা করবে আর্জেন্টিনা। ঐতিহ্যের কারণেই তাদের বিপক্ষে একটি জমজমাট লড়াই আশা করছেন স্কালোনি, 'তাদের ইতিহাসের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে। সে দেশে আমার অনেক পরিচিত জনও আছেন। আমরা তাদের বিশ্বের অন্যতম সেরা দল হিসাবেই বিবেচনা করি। তাদের বিপক্ষে খেলতে দলের সবাই মুখিয়ে রয়েছে। এটা একটি কঠিন ম্যাচ হতে চলেছে। তাদের অনেক উচ্চ স্তরের সেন্টার ফরোয়ার্ড, দুর্দান্ত মিডফিল্ডার রয়েছে। তাদের রক্ষণভাগের সুনাম সবসময়ই ছিল। দুটি প্রতিযোগিতামূলক দল একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে।'
Comments