অধিকার

স্যানিটেশন কর্মীদের দুর্ভোগ দূর হবে কবে?

স্যানিটেশন কর্মী- নিম্ন আয়ের নিগৃহীত পেশার এই মানুষেরা শহর এবং সেখানকার বাসিন্দাদের আবর্জনা পরিষ্কার করেন। ম্যানহোলের বিষাক্ত গহ্বরে ঢুকে ময়লার জট খুলে, মৃত্যু ঝুঁকি মেনে নিয়ে সেপটিক ট্যাঙ্কের দম বন্ধ করা পরিবেশে কাজ করা, ময়লার স্তূপের রোগ-জীবাণুর মধ্যে কঠোর পরিশ্রম করে তারা শহরকে বাসযোগ্য রাখেন। কিন্তু, তাদের স্বাস্থ্যের কথা কেউ কি ভাবে কখনো?

স্যানিটেশন কর্মী- নিম্ন আয়ের নিগৃহীত পেশার এই মানুষেরা শহর এবং সেখানকার বাসিন্দাদের আবর্জনা পরিষ্কার করেন। ম্যানহোলের বিষাক্ত গহ্বরে ঢুকে ময়লার জট খুলে, মৃত্যু ঝুঁকি মেনে নিয়ে সেপটিক ট্যাঙ্কের দম বন্ধ করা পরিবেশে কাজ করা, ময়লার স্তূপের রোগ-জীবাণুর মধ্যে কঠোর পরিশ্রম করে তারা শহরকে বাসযোগ্য রাখেন। কিন্তু, তাদের স্বাস্থ্যের কথা কেউ কি ভাবে কখনো?

স্যানিটেশন কর্মীদের স্বাস্থ্য নিরাপত্তা নিয়ে দ্য ডেইলি স্টার, ওয়াটার এইড বাংলাদেশ এবং সুইডেনে বাংলাদেশ দূতাবাস সম্মিলিতভাবে একটি ক্যাম্পেইন শুরু করেছে, যার নাম The Untold Stories of Sanitation and Waste Workers। এই ক্যাম্পেইনে মাস জুড়ে থাকছে বিভিন্ন আয়োজন। তার প্রথম অংশে দেবযানী শ্যামার সঙ্গে আছেন ওয়াটার এইড বাংলাদেশের ডিরেক্টর প্রোগ্রাম হোসেন ইশরাত আদিব এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও গবেষক ড. তৌফিক জোয়ার্দার।

Comments

The Daily Star  | English

All educational institutions reopen after heatwave-induced closures

After several closures due to the heatwave sweeping the country, all primary and secondary schools, colleges, madrasas, and technical institutions across the country resumed classes today

47m ago