দর্শনা চেকপোস্ট দিয়ে ফিরলেন আরও ১০ বাংলাদেশি
চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে আরও ১০ বাংলাদেশি ভারত থেকে দেশে ফিরেছেন। এ নিয়ে গত ৩২ দিনে দর্শনা চেকপোস্ট দিয়ে ভারতে আটকে পড়া ৮৯৯ বাংলাদেশি দেশে ফিরলেন।
আজ শনিবার সকালে দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ আব্দুল আলীম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দর্শনা চেকপোস্ট দিয়ে গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ১০ জন দেশে ফিরে এসেছেন। চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে তাদের প্রত্যেকের অ্যান্টিজেন পরীক্ষা করা হয়েছে। তবে কারও শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়নি। দেশে আসা ১০ জনের মধ্যে নয় জনকে চুয়াডাঙ্গার যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে এবং একজনকে শহরের ভিআইপি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টারে নেওয়া হয়েছে। সেখানে তাদের ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে।’
Comments