ব্রাজিল সেরা, আর্জেন্টিনা এগোচ্ছে ধাপে ধাপে: দি মারিয়া

আর্জেন্টিনার এই অভিজ্ঞ উইঙ্গার নিজেদেরও রাখছেন শিরোপার লড়াইয়ে।
di maria
ছবি: এএফপি

কোপা আমেরিকা জয়ে আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকে এগিয়ে রাখছেন আনহেল দি মারিয়া। আর্জেন্টিনার এই অভিজ্ঞ উইঙ্গার নিজেদেরও দেখছেন শিরোপার লড়াইয়ে। দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল আসরের সেরা হওয়ার স্বপ্ন সত্যি করার প্রত্যাশাও ব্যক্ত করেছেন তিনি।

ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে শনিবার সকালে ‘বি’ গ্রুপের ম্যাচে ১-০ গোল উরুগুয়েকে হারিয়েছে আর্জেন্টিনা। প্রথমার্ধের শুরুর দিকে অধিনায়ক লিওনেল মেসির অ্যাসিস্টে জয়সূচক গোলটি করেন মিডফিল্ডার গিদো রদ্রিগেজ। আগের ম্যাচে এগিয়ে গিয়েও চিলির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছিল আলবিসেলেস্তেরা।

আর্জেন্টিনা ধীর পায়ে এগোলেও তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল রীতিমতো উড়ছে। আগের নয় ম্যাচের সবকটিতে জিতেছে তারা। সবশেষ টানা ছয় ম্যাচে গোলও হজম করেনি সেলেসাওরা। কোপা আমেরিকায় প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর পেরুকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।

উরুগুয়েকে হারানোর পর পিএসজি তারকা দি মারিয়া ভাগ্যের সহায়তা পাওয়ার বিষয়ে বলেছেন। পাশাপাশি ব্রাজিলকে সেরা মানলেও নিজেদের লালিত স্বপ্নের কথা শুনিয়েছেন তিনি।

‘জয়ের জন্য যে ভাগ্যটুকু দরকার, (সাম্প্রতিক সময়ে) সেটা আমরা পাচ্ছিলাম না। আজকে সেটা পেয়েছি আমাদের এক প্রত্যক্ষ প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে, যারা সবসময়ই কোপা আমেরিকার শিরোপার দাবিদার।’

argentina football
ছবি: ফেসবুক

‘(এখনও পর্যন্ত) ব্রাজিল সেরা দল। আমরাও ধাপে ধাপে এগোচ্ছি এবং আমাদের স্বপ্ন বেঁচে আছে। আশা করি, আমরা সেটাকে সত্যি প্রমাণ করতে পারব। আর্জেন্টিনা সবসময়ই শিরোপার দাবিদার। তবে ব্রাজিল ঘরের মাঠে খেলছে এবং সবকিছু খুব ভালোভাবে করছে।’

সবমিলিয়ে টানা তিন ড্রয়ের পর জেতায় আরেক আর্জেন্টাইন তারকা রদ্রিগো দে পলের কণ্ঠে স্বস্তি ঝরেছে। নিজেদের সামর্থ্যে আস্থা রাখার সঙ্গে সঙ্গে উন্নতির পথে হাঁটার কথাও জানিয়েছেন তিনি।

‘জয় আমাদের প্রাপ্য ছিল। আজকে আমরা জমাট থাকার চেষ্টা করেছি, যাতে আমাদের বিপক্ষে গোল করা আরও অনেক কঠিন হয়। আক্রমণভাগে আমাদের এমন সব খেলোয়াড় রয়েছে, যারা ম্যাচের যেকোনো মুহূর্তে গোল করতে সক্ষম।’

আগামী মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে প্যারাগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। মানে গারিঞ্চা স্টেডিয়ামেই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

2h ago