অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ঝিনাইদহে আটক ১৯

স্টার অনলাইন গ্রাফিক্স

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অপরাধে নারী ও শিশুসহ ১৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ শনিবার দুপুরে ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মহেশপুর উপজেলার খোসালপুর ও যাদবপুর এলাকা থেকে আজ ভোরে তাদের আটক করা হয়। ভারত থেকে কিছু মানুষ অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করতে পারে এমন তথ্য আমাদের কাছে ছিল। সেই তথ্যের ভিত্তিতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। আটক ১৯ জনের বাড়ি বাগেরহাটের মোড়েলগঞ্জ, খুলনা সদর ও বাটিয়াঘাটা উপজেলার বিভিন্ন গ্রামে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় তাদের সোপর্দ করা হয়েছে।’

Comments

The Daily Star  | English

Four top NBR officials sent into retirement

The four reportedly supported the recent protest by the NBR officials

1h ago