করোনাভাইরাস

ব্রাজিলে মৃত্যুর সংখ্যা ৫ লাখ ছাড়াল

ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ অতিক্রম করেছে। যা বিশ্বে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মুত্যুর সংখ্যা।
ব্রাজিলের মানাউসের পারকিউ তারুমাতে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের গণসমাধির সময় কান্নায় ভেঙে পড়েন এক নারী। ২৬ মে, ২০২০। ছবি: রয়টার্স

ব্রাজিলে করোনায় মৃত্যুর সংখ্যা পাঁচ লাখ অতিক্রম করেছে। যা বিশ্বে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মুত্যুর সংখ্যা।

আজ রবিবার সকালে কাতারভিত্তিত সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির হাজার হাজার মানুষ প্রেসিডেন্ট জইর বলসোনারোর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ব্রাজিল জুড়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে।

বিক্ষুব্ধরা করোনা মোকাবিলায় ব্যর্থ হওয়ায় প্রশাসনকে দোষারোপ করেন এবং প্রেসিডেন্টের পদত্যাগের দাবি জানান।

ব্রাজিলের সরকারি তথ্য অনুযায়ী, দেশটিতে এ পর্যন্ত এক কোটি ৭৮ লাখ তিন হাজার ৭৫০ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং পাঁচ লাখ আটশ জনের মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের পরেই সরকারিভাবে ঘোষিত সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা ব্রাজিলে।

গত এক সপ্তাহে ব্রাজিলে প্রতিদিন গড়ে দুই হাজার জনের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ব্রাজিলের প্রায় ১১ শতাংশ মানুষ পুরোপুরি টিকা নিয়েছেন এবং ২৯ শতাংশ মানুষ প্রথম ডোজ পেয়েছেন।

করোানভাইরাস এই অঞ্চল ও আশেপাশের দেশগুলোকে মারাত্মকভাবে সংক্রমিত করছে। প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও) গত সপ্তাহে আমেরিকায় করোনায় ১১ লাখ নতুন রোগী এবং ৩১ হাজার মানুষের মৃত্যুর ঘটনা রিপোর্ট করেছে।

পিএএইচও ছয় মেক্সিকান রাজ্য, বেলিজ, গুয়াতেমালা, পানামা এবং ক্যারিবিয়ান অঞ্চলের কিছু এলাকায় সংক্রমণ বৃদ্ধির কথা উল্লেখ করেছে।

পিএএইচও সতর্ক করেছে- কলম্বিয়ার করোনা পরিস্থিতি এখনো সবচেয়ে খারাপ পর্যায়ে আছে এবং এর প্রধান শহরগুলোর নিবিড় পরিচর্যা ইউনিটের শয্যা রোগীতে পূর্ণ আছে।

কিছু বিশেষজ্ঞ জানিয়েছেন, ব্রাজিলের সংখ্যাও ক্রমাগত বাড়ছে।

ব্রাজিলের স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থার সাবেক প্রধান গনজালো ভেসিনা সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমি মনে করি টিকার কার্যকারিতা শুরুর আগেই আমাদের মৃত্যুর সংখ্যা সাত লাখ বা আট লাখে পৌঁছে যেতে পারে।’

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago