বিয়ের খবরে যা বললেন মাহিয়া মাহি
অভিনেত্রী মাহিয়া মাহির স্বামী মাহমুদ পারভেজ অপুর সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন মাসখানেক হলো। বর্তমানে তাদের বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চলছে।
এদিকে গতকাল থেকে অনলাইনে মাহির দ্বিতীয় বিয়ের খবর ছড়িয়ে পড়েছে। গত ১১ জুন রাতে বিয়ের কাতান শাড়ি পরে ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ওই ছবির ক্যাপশনে লেখেন, ‘আলহামদুলিল্লাহ’। তারপর থেকেই এই গুঞ্জন ছড়িয়ে পড়ে চারিদিকে।
অনেকেই রাকিব সরকার নামের একজনের সঙ্গে মাহির সম্পর্ক, বিয়ের গুজব প্রচার করেন। যদিও মাহিয়া মাহির ফেসবুক লাইভেও তাকে পাওয়া গেছে।
তবে, মাহিয়া মাহি জানিয়েছেন বিয়ে নিয়ে যে খবর প্রচার হচ্ছে তা সম্পূর্ণ গুজব।
তিনি দ্য ডেইলি স্টারকে বলেন, ‘খবরটি একদমই সত্য নয়, রাকিবের সঙ্গে আমার পরিচয় আছে কিন্তু বিয়ের খবর একেবারে ভুয়া। সে পরিচিত একজন ছাড়া আর কিছু না। সবাইকে বিয়ের এমন মিথ্যা খবর ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ করছি।’
Comments