যশোরে ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ৩৮ শতাংশ
যশোরে গত ২৪ ঘণ্টায় করোনায় চার জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে এবং শনাক্তের হার ৩৮ শতাংশ।
আজ রোববার যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৯৩ জনের নমুনা পরীক্ষায় ৭৩ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় একইসময় করোনায় মারা গেছেন ৪ জন।
তিনি আরও জানান, যশোর জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি আছেন ১২২ জন করোনা রোগী। এদের মধ্যে ৮০ বেডের করোনা ইউনিটে ৮৭ জন ও ২০ বেডের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন ৩৫ জন।
সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনে বিষয়ে কার্যকর ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। রোগীর ব্যাপক চাপ সামলাতে নতুন ওয়ার্ড খোলা হয়েছে বলেও জানান তিনি।
সিভিল সার্জন জানান, করোনা রোগীদের চিকিৎসায় নতুন ওয়ার্ড প্রস্তুত রাখা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের অর্থায়নে বাড়ানো হয়েছে চিকিৎসা কার্যক্রম।
Comments