‘শুরুতে যারা পুরোদমে খেলে, তারা টুর্নামেন্ট জেতে না’

germany football
ছবি: টুইটার

২০২০ ইউরোতে নিখুঁত শুরু পায়নি জার্মানি। ঘুরে দাঁড়িয়ে পর্তুগালকে উড়িয়ে দেওয়ার আগে তারা হেরেছিল ফ্রান্সের কাছে। তবে ওই ম্যাচের ফল নিয়ে মাথা ঘামাতে চাইছেন না দলটির কোচ ইওয়াখিম লুভ। তার মতে, শুরুর ধাক্কাটা বরং তাদের সামনের চলার পথে ইতিবাচক ভূমিকা রাখবে।

শনিবার রাতে নিজেদের মাঠে ‘এফ’ গ্রুপের ম্যাচে দারুণ জয় তুলে নেয় জার্মানরা। পিছিয়ে পড়েও মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় তারা শিরোপাধারী পর্তুগালকে হারায় ৪-২ গোলে। নিজেদের প্রথম ম্যাচে একই ভেন্যুতে লুভের দল ১-০ গোলে পরাস্ত হয়েছিল ফরাসিদের কাছে।

ক্রিস্তিয়ানো রোনালদোদের বিপক্ষে জয়ের পর সংবাদ সম্মেলনে বিশ্বকাপজয়ী জার্মান কোচ বলেছেন, ‘এরকম একটি জয় অবশ্যই আপনাকে উৎসাহ দিবে। কিন্তু আমরা কখনোই নিজেদের সামর্থ্য নিয়ে সন্দেহে ভুগিনি। তবে আমরা জানতাম যে, কিছু কিছু জিনিস আমাদের আগের চেয়ে ভালো করতে হতো।’

আগামী বুধবার রাতে নিজেদের শেষ ম্যাচে হাঙ্গেরির মুখোমুখি হবে জার্মানি। ওই ম্যাচে জিতলে নকআউটে যাওয়া নিয়ে কোনো জটিলতায় পড়বে না তারা। তবে অন্য কোনো ফল হলে নানা যদি-কিন্তুর সমীকরণের অনিশ্চয়তায় পড়বে দলটি।

low
ছবি: টুইটার

বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে আগের ম্যাচে রুখে দেওয়া হাঙ্গেরির কাছ থেকে জোরালো প্রতিদ্বন্দ্বিতা আশা করছেন লুভ, ‘সামনের ম্যাচটা আরও বেশি কঠিন হবে। কারণ, হাঙ্গেরি অনেক নিচে নেমে খেলে এবং তারা আট কিংবা নয়জন নিয়ে রক্ষণ সামলায়। আমাদের ধাপে ধাপে কাজ করতে হবে।’

ইউরোতে জার্মানির বর্তমান অবস্থা একদম সবশেষ বিশ্বকাপের মতো। শিরোপাধারী হিসেবে খেলতে গিয়ে মেক্সিকোর কাছে হেরে আসর শুরুর পর তারা জিতেছিল সুইডেনের বিপক্ষে। কিন্তু শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে নাটকীয় হারে তারা বিদায় নিয়েছিল প্রথম রাউন্ড থেকে।

সেই দুঃসহ স্মৃতি ভাবাচ্ছে না ৬১ বছর বয়সী লুভকে। পাশাপাশি পরিপূর্ণ শুরুকেও অত্যাবশ্যক মনে করছেন না তিনি, ‘এই টুর্নামেন্টে অনেকগুলো শক্তিশালী দল রয়েছে। তবে যে দলগুলো প্রথম দুই ম্যাচে সবকিছু উজাড় করে পুরোদমে ফুটবল খেলে, তারা খুব সময়েই (শিরোপা) জিতে টুর্নামেন্ট শেষ করতে পারে।’

Comments

The Daily Star  | English

Jatiya Party central office vandalised, library set on fire in Kakrail

Protesters linked to Gono Odhikar Parishad demand ban on JP, accuse it of siding with Awami League

1h ago