দেশের প্রথম সাইবার থ্রিলার সিনেমায় বিদ্যা সিনহা মীম
দেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’-এ যুক্ত হয়েছেন বিদ্যা সিনহা মীম। গতকাল রোববার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও’র সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়েছে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন তিনি।
দীপংকর দীপন পরিচালিত এই সিনেমার প্রথমে চুক্তিবদ্ধ হন সিয়াম আহমেদ। এক প্রেস বিজ্ঞপিতে পরিচালক এই তথ্য জানান।
বিদ্যা সিনহা মীম বলেন, ‘অন্তর্জাল সিনেমায় আমি দেশ রক্ষার যুদ্ধে সাইবার সিকিউরিটি স্পেশালিষ্ট চরিত্রে অভিনয় করব। এই চরিত্রের মাধ্যমে আমি সাইবার সিকিউরিটির বিষয়ে দেশের মানুষকে জানাতে পারব এবং সাইবার সচেতনতা তৈরিতে কিছুটা ভূমিকা রাখতে পারব। এ সিনেমায় যুক্ত হওয়ার এটি একটি কারণ। সত্যি বলতে এ ধরনের গল্প ও চরিত্রে আগে অভিনয় করিনি।’
‘অন্তর্জাল’ সিনেমার গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারের আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিতব্য এই চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও।
Comments