ঢাকা থেকে সারাদেশে ট্রেন চলাচল বন্ধ হচ্ছে রাত ১২টায়
আজ মঙ্গলবার রাত ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হচ্ছে। তবে, যেসব এলাকায় বিধিনিষেধ নেই, আগে থেকেই চালু আছে, সেসব জায়গায় ট্রেন চলবে।
আজ মঙ্গলবার রাত ১২টার পর থেকে ঢাকার সঙ্গে সারাদেশের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ হচ্ছে। তবে, যেসব এলাকায় বিধিনিষেধ নেই, আগে থেকেই চালু আছে, সেসব জায়গায় ট্রেন চলবে।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার শাহাদাত আলী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আজ রাত ১২টা থেকে ঢাকার সঙ্গে সারাদেশে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। তবে, যেসব এলাকায় চলাচলে বিধিনিষেধ নেই, সেসব এলাকার ট্রেন চলাচল করবে।’
Comments