যশোরে আগামীকাল থেকে ৭ দিনের কঠোর লকডাউন

স্টার অনলাইন গ্রাফিক্স

করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু বেড়ে যাওয়ায় আগামীকাল বুধবার ভোর ৬টা থেকে সাত দিনের জন্য যশোরে কঠোর লকডাউন শুরু হচ্ছে।

আজ মঙ্গলবার করোনা প্রতিরোধ কমিটির সভায় কঠোর লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনা করে আগামীকাল ভোর ৬টা থেকে যশোর জেলায় কঠোর লকডাউন আরোপ করা হলো। আগামী এক সপ্তাহ এই লকডাউন কার্যকর থাকবে।

লকডাউন অনুযায়ী, জেলায় বাস, ট্রেন, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা, ভ্যান, অটোরিকশা, মোটরসাইকেলসহ যাত্রীবাহী সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে, রোগী পরিবহনের জন্য অ্যাম্বুলেন্স, জরুরি পণ্য বহনকারী ট্রাক ও জরুরি সেবাদানের ক্ষেত্রে এই আদেশ শিথিল করা হবে।

গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, লকডাউনে সবধরনের দোকানপাট, শপিংমল, হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান, বিপণীবিতান বন্ধ থাকবে। কেবল কাঁচাবাজার ও মুদি দোকান সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে, ওষুধের দোকান সবসময় খোলা থাকবে।

বিজ্ঞপ্তিতে বাধ্যতামূলকভাবে সবাইকে বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তবে, জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া যাবে। সেক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে।

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago