কুষ্টিয়ায় দেড় মাসের শিশুর করোনা শনাক্ত
কুষ্টিয়ায় দেড় মাস বয়সী এক শিশুর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ মঙ্গলবার কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা করে তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
আক্রান্ত শিশুটির পরিবার কুষ্টিয়া শহরের বড় স্টেশন এলাকার বাসিন্দা।
গতকাল সোমবার জ্বর ও হালকা শ্বাসকষ্টে ভোগা শিশুটিকে বেসরকারি সনো হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক করোনা সন্দেহে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে নমুনা পরীক্ষা করে তার করোনা শনাক্ত হয়।
শিশুটি বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন আছে।
শিশুটির বাবা জানান, এক সপ্তাহ ধরে তার গায়ে জ্বর ছিল। দুদিন আগে শ্বাসকষ্ট শুরু হলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাই।
কুষ্টিয়ার সিভিল সার্জন এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, কুষ্টিয়াতে এতো কম বয়সী কেউ এর আগে করোনায় আক্রান্ত হয়নি। কী করে শিশুটি সংক্রমিত হলো, সেটি এখনো জানা যায়নি। তার পরিবারের কারও করোনা শনাক্ত হয়নি।
শিশুটি কীভাবে সংক্রমিত হলো, তা জানার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
Comments