সংক্রমণ ঠেকাতে বিচ্ছিন্ন ঢাকা?
করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে রাজধানীকে কার্যত বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। ঢাকার আশপাশের সাত জেলায় শুরু হয়েছে কঠোর বিধিনিষেধ, বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার বাস।
আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে এই নতুন বিধিনিষেধ কার্যকর হওয়ার পর ঢাকার তিন প্রবেশমুখ- গাজীপুর, মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জের প্রকৃত অবস্থা কী, তা জানতে সেখানে গেছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক। নতুন এই লকডাউনের চিত্র তারা জানাচ্ছেন স্টার অন দ্য স্পটে।
Comments