চলন্ত ট্রাকে ধর্ষণের অভিযোগ, ৯৯৯ ফোনে তরুণী উদ্ধার
সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানালে পুলিশ ট্রাকটি জব্দ করে ওই তরুণীকে উদ্ধার করে এবং ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করে।
গতকাল মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়ক এলাকায় এ ঘটনা ঘটে। দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু ব্রিজ পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন।
তিনি জানান, সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজ বাড়িতে যাওয়ার উদ্দেশে গতকাল বিকেলে গাজীপুরের চন্দ্রা থেকে বগুড়াগামী একটি মালবোঝাই ট্রাকে ওঠেন ওই তরুণী। ট্রাকটি এলেঙ্গা এলাকায় পৌঁছালে অন্য যাত্রীরা নেমে যায়। সেসময় ট্রাকচালক ও হেলপার ওই তরুণীকে ট্রাকের কেবিনে নিয়ে যায়। তা দেখে নেমে যাওয়া যাত্রীদের সন্দেহ হলে তারা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে বঙ্গবন্ধু ব্রিজ পশ্চিম জোন পুলিশ গতকাল রাতে রাস্তায় ব্যারিকেড দিয়ে সেতুর পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোর এলাকা থেকে ট্রাকটি জব্দ করে। একইসঙ্গে ওই তরুণীকে উদ্ধার এবং ট্রাকচালক ও হেলপারকে গ্রেপ্তার করে পুলিশ।
ওসি মোসাদ্দেক হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ট্রাকচালক অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় বঙ্গবন্ধু ব্রিজ পশ্চিম থানায় মামলা দায়ের হয়েছে।’
Comments