বগুড়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৮, শনাক্ত ২৭.১২ শতাংশ
বগুড়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আট জনের মৃত্যু হয়েছে। তারা বগুড়ার তিনটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে গত নয় দিনে মারা গেলেন ৩৬ জন।
একই সময়ে ৩৫৪ নমুনা পরীক্ষায় ৯৬ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭.১২ শতাংশ।
আজ বৃহস্পতিবার সকালে একটি ভিডিও বার্তায় বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মো. মোস্তাফিজার রহমান তুহিন এ তথ্য জানান।
বগুড়ায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫২ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১২ হাজার ২৯৮ জন এবং মারা গেছেন ৩৬৩ জন।
বর্তমানে করোনা আক্রান্ত হয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন ৯৩ জন, বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ১১৪ জন এবং বগুড়া টিএমএসএস হাসপাতালে ৭৮ জন।
Comments