নারায়ণগঞ্জে অটোরিকশা-পিকআপ সংঘর্ষে ২ শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একটি পোশাক কারখানার দুজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও চার জন শ্রমিক। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।
সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হওয়ার ঘটনায় রাস্তায় বালুর বস্তা ফেলে বিক্ষোভ দেখান শ্রমিকরা। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একটি পোশাক কারখানার দুজন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আহত হয়েছেন আরও চার জন শ্রমিক। এদের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

আজ বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার কামতাল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হচ্ছেন শফিকুল (৩৫) ও জাহিদ (৩৫)। তারা দুজন এলাকার টোটাল ফ্যাশন নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক।

দুর্ঘটনার পর ওই পোশাক কারখানার অন্য শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। বিকেল সাড়ে ৪টায় এই প্রতিবেদন লেখা পর‌্যন্ত তাদের বিক্ষোভ চলছিল। এ সময় পুলিশ কর্মকর্তারা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন।

দুর্ঘটনার বিষয়ে বন্দর থানার আওতাধীন কামতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক সুজন হক জানান, টোটাল ফ্যাশনের পাঁচজন শ্রমিক দুপুরের খাবার খেয়ে অটোরিকশায় চড়ে কারখানার দিকে যাচ্ছিলেন। এ সময় ঢাকামুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ সব আরোহী আহত হন।

সুজন হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘স্থানীয়রা তৎক্ষনাৎ আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক শফিকুল ও জাহিদকে মৃত ঘোষণা করেন। আহত অন্য ৪ জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে খাইরুল (২৫) নামের এক শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক।’

দুর্ঘটনায় আহত অটোরিকশা চালকের নাম নূর হোসেন (৩০)। তবে অন্য দুই শ্রমিকের পরিচয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, দুর্ঘটনার পরপরই পিকআপ ভ্যানের চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Comments

The Daily Star  | English

Former lawmakers Asaduzzaman Noor, Mahbub Ali arrested

DB arrested Asaduzzaman Noor at 11:00pm from Nawratan colony on Bailey Road, while, Mahbub Ali was arrested from Segunbagicha area

8h ago