১৫ মাস পর ১৬ প্রেক্ষাগৃহে শাকিব খান

আগামীকাল ২৫ জুন ঢাকাসহ সারাদেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে শাকিব খান অভিনীত নতুন সিনেমা ‘নবাব এলএলবি’। অনন্য মামুন পরিচালিত এই সিনেমার মাধ্যমে ১৫ মাস পর বড় পর্দায় ফিরছেন তিনি।
সর্বশেষ গত বছরের ৬ মার্চ শাকিব অভিনীত ‘শাহেনশাহ’ সিনেমাটি মুক্তি পেয়েছিল।
‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব খান ছাড়া আরও অভিনয় করেছেন মাহিয়া মাহি, শহীদুজ্জামান সেলিম, স্পর্শিয়া, রাশেদ মামুন অপু, শাহেদ আলী, সুমন আনোয়ার, সুষমা ও শামীম মৃধা।
সিনেমা হলে মুক্তির আগে সিনেমাটি গত বছরের ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম আই থিয়েটারে মুক্তি পেয়েছিল।
পরিচালক অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘১৬টি সিনেমা হল না, ইচ্ছে ছিল আরও অনেকগুলো সিনেমা হলে “নবাব এলএলবি” মুক্তি দেব। কিন্তু, অনেকেই প্রশাসনের ভয়ে সিনেমা হল খুলতে চাইছেন না। সরকার সিনেমা হল বিষয়ে এবার নতুন করে কোনো প্রজ্ঞাপন জারি করেনি। তবে, সিনেমাকে আলাদা করে শিল্প হিসেবে ভাবছে না কেউ।’
‘কার কাছে বলব এসব, কোথায় যাব? স্বাস্থ্যবিধি মেনে সবকিছু চললে সিনেমা হল কেন চলবে না। এইভাবে কতদিন চলবে বুঝি না’, যোগ করেন তিনি।
Comments