খুলনায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৫৪.৮৩ শতাংশ, মৃত্যু ৯

Khulna Map
স্টার অনলাইন গ্রাফিক্স

খুলনার পৃথক তিনটি হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় নয় জনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (রোগনিয়ন্ত্রণ) ডা. শেখ সাদিয়া মনোয়ারা ঊষা এ তথ্য দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, নয় জনের মধ্যে ছয় জনের মৃত্যু হয়েছে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালে, দুই জনের গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনের খুলনা জেনারেল হাসপাতালে।

খুমেকের করোনা হাসপাতালের ফোকাল পারসন ডা. সুহাস রঞ্জন হালদার ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে মারা যাওয়া ছয় জনের মধ্যে পাঁচ জন করোনা পজিটিভ ও একজনের উপসর্গ ছিল। ১৩০ শয্যার এ করোনা হাসপাতালে বর্তমানে ১৫৪ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২২ জন।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, হাসপাতালের ১০০ শয্যার করোনা ইউনিটে বর্তমানে ৯৪ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ৭০ শয্যার হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ৬৯ জন। ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ১৪ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন নয় জন।

খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, গত ২৪ ঘণ্টায় খুমেকের পিসিআর মেশিনে ৩৮৬টি নমুনা পরীক্ষায় ১৯৯ জনের করোনা পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ৩২১টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৭৬ জনের করোনা শনাক্ত হয়। সেখানে শনাক্তের হার ৫৪ দশমিক ৮৩ শতাংশ। এ ছাড়া বাগেরহাটে ১৪ জন, যশোরে ছয় জন, সাতক্ষীরায় দুই জন ও গোপালগঞ্জের একজনের করোনা শনাক্ত হয়েছে।

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

50m ago