বলিভিয়ার বিপক্ষে ম্যাচের আগে আর্জেন্টিনার চোট-সমস্যার অবসান

messi
ছবি: টুইটার

আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের চোট-সমস্যা ছিল। তা কেটে গেছে। নিকোলাস গঞ্জালেজ ও জিওভান্নি লো সেলসোর পর ফিট হয়ে স্কোয়াডে যোগ দিয়ে অনুশীলন করেছেন এজিকিয়েল পালাসিওসও।

বৃহস্পতিবার আর্জেন্টাইন গণমাধ্যম মুন্দো আলবিসেলস্তে দিয়েছে এই খবর।

২০২১ কোপা আমেরিকায় আর্জেন্টিনার সবশেষ ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে চোটের কারণে খেলতে পারেননি ফরোয়ার্ড গঞ্জালেজ ও মিডফিল্ডার লো সেলসো। উইঙ্গার পালাসিওস একই কারণে ছিলেন অনুপস্থিত। তারা সবাই সেরে ওঠায় বলিভিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে পুরো ফিট স্কোয়াড পাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি।

প্যারাগুয়ের বিপক্ষে জয়ের পর পরবর্তী ম্যাচে বেঞ্চ ঝালাই করে দেখার আভাস দিয়েছিলেন স্কালোনি। সবাই সুস্থ থাকায় তেমন কোনো পরিকল্পনা সত্যিই থাকলে তা বাস্তবায়ন করাটা তার জন্যে হবে সহজ।

lo celso
ছবি: টুইটার

গণমাধ্যমের কাছে স্কালোনি বলেছিলেন, ‘সামনের ম্যাচে খেলোয়াড় বদলের সম্ভাবনা আছে। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়াতে আমরা স্বস্তিতে আছি। আমাদের বিশ্রাম নিয়ে তাজা হয়ে ফিরতে হবে।’

তিনি আলাদাভাবে উল্লেখ করেছিলেন অধিনায়ক লিওনেল মেসির কথা, ‘খেলোয়াড়দের শারীরিক অবস্থা নিয়ে আমি একটু চিন্তায় আছি। মেসি তো প্রতিটা ম্যাচের প্রতিটা মিনিট খেলেছে।’

আগামী মঙ্গলবার কুইয়াবার অ্যারেনা পানতানালে বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায়।

ইতোমধ্যে কোপা আমেরিকার শেষ আটে খেলা নিশ্চিত করেছে কোপা আমেরিকার ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা। তলানিতে থাকা বলিভিয়াকে হারাতে পারলে তারা হবে গ্রুপ চ্যাম্পিয়ন।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

11h ago