একদিনে করোনায় মৃত্যু বেড়ে ১০৮
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত ১০৮ জনের মৃত্যু হয়েছে। গত ১৯ এপ্রিলের পর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। সেদিন করোনায় মারা গিয়েছিল ১১২ জন।
আজ শুক্রবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ৮৬৯ জনের। গতকাল ৭২ দিনের মধ্যে সর্বোচ্চ ৬ হাজার ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০৪ জনের।
গতকাল করোনায় মৃত্যু হয়েছিল ৮১ জনের। আর গত পরশু মারা যায় ৮৫ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৮ হাজার ২৪৭টি নমুনা পরীক্ষা হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ২২ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১৯ দশমিক ৯৩ শতাংশ ও গত পরশু ছিল ২০ দশমিক ২৭ শতাংশ।
আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০৮ জনের মধ্যে ৭৫ জন পুরুষ ও ৩৩ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে একজনের বয়স ১১-২০ বছরের মধ্যে, দুই জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, সাত জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১৫ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২৫ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৫৮ জন।
Comments