করোনাভাইরাস

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৭, শনাক্ত ৩৪.৫২ শতাংশ

প্রতীকী ছবি। সংগৃহীত

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও সাত জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ২২৩টি নমুনা পরীক্ষায় ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায়ও জেলায় সাত জনের মৃত্যু হয়েছিল এবং ২৬৪ জনের নমুনা পরীক্ষায় ১১১ করোনা শনাক্ত হয়।

আজ শনিবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার বলেন, ‘শনিবার সকাল থেকে এ হাসপাতাল করোনা ডেডিকেটেড হিসেবে কাজ করছে। গুরুতর করোনা রোগীদের ভর্তি নেওয়া হচ্ছে।’

তিনি জানান শনিবার সকাল ৯টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ২০০ জন।

তিনি আরও জানান, আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় হোমআইসোলেশনে আছেন ১৪১২ জন। এর আগের দিন ছিলেন ১৩৮৬ জন। তার আগের দিন ছিলেন ১৩৩০ জন।

এ পর্যন্ত কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৯৯০ জন এবং মারা গেছেন ১৮০ জন।

এদিকে, কুষ্টিয়া জেলায় কঠোর লকডাউন চলছে। কুষ্টিয়া শহর থেকে সব উপজেলা ও আশপাশের জেলাগুলোর প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে।

Comments

The Daily Star  | English

Sagar-Runi murders: HC grants 6 more months to taskforce to end probe

Additional attorney general seeks nine-month time citing lost documents, staff transfers

17m ago