জার্মানিতে ছুরি হামলায় নিহত ৩
জার্মানিতে ছুরি নিয়ে হামলায় তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দেশটির বাভারিয়া অঞ্চলের উর্জবার্গ শহরে এ ঘটনা ঘটে।
আজ শনিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল ২৪ বছর বয়সী সোমালিয়ান এক নাগরিক এই হামলা চালিয়েছে। পরে পুলিশ ওই তরুণের উরুতে গুলি চালিয়ে তাকে থামায়। পুলিশ ইতোমধ্যে তাকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, সম্প্রতি ওই তরুণ মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন। জার্মান পুলিশ তাদের নীতি অনুযায়ী সন্দেহভাজন ওই সোমালি তরুণের নাম প্রকাশ করেনি।
ঘটনাস্থল পরিদর্শন করে বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াকিম হারমান বলেন, ‘হামলায় তিন জন নিহত ও পাঁচ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।’
তিনি আরও বলেন, ‘২০১৫ সালে জার্মানি যখন অভিবাসীদের জন্যে সীমান্ত খুলে দেয়, তখন থেকেই সোমালিয়ার ওই তরুণ উর্জবার্গ শহরে বাস করছে। বর্তমানে হাসপাতালে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।’
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আর কোনো হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
Comments