আগামীকাল থেকে ১ জুলাই পর্যন্ত যাত্রীবাহী সব ট্রেন বন্ধ

স্টার ফাইল ছবি

করোনাভাইরাস সংক্রমণ বিবেচনায় ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ রোববার রেলওয়ে কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, করোনা সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ ও কার্যক্রমের অনুবৃত্তিক্রমে ২৮ জুন সকাল ৬টা থেকে ১ জুলাই সকাল ৬টা পর্যন্ত সব ধরনের যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে।

তবে, সব কন্টেইনার, খাদ্য ও পণ্যবাহী, তেলবাহী এবং ম্যাংগো স্পেশাল ট্রেন যথানিয়মে চলাচল করবে।

বর্তমানে ঢাকার বাইরে চারটি রুটে ট্রেন চলাচল অব্যাহত ছিল।

Comments

The Daily Star  | English

US bomber jets leave UK base; Iran launches 'Fattah-1 missiles' towards Israel

Israel and Iran attacked each other for a sixth straight day on Wednesday, and Israeli air power reigns over Iran, but needs US for deeper impact

10h ago