খুলনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, শনাক্ত ৩৯.৬৫ শতাংশ
খুলনার গত ২৪ ঘণ্টায় দুটি হাসপাতালে করোনায় মৃত্যু হয়েছে ১১ জনের। একই সময়ে খুলনা মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৪৬৪ জনের নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা পজিটিভ এসেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ৬৫ শতাংশ।
আজ সোমবার এ তথ্য জানা গেছে।
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আওতাভুক্ত করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার দ্য ডেইলি স্টারকে বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় জনের মৃত্যু হয়েছে। তারা সবাই করোনা পজিটিভ রোগী ছিলেন।
মৃতরা হলেন, খুলনা মহানগরীর সদর থানাধীন এলাকার নাইলি (৬৭) ও ফেরদৌসী ইসলাম (৫৮), খান জাহান আলী থানাধীন এলাকার আকলিমা (৬৫), ডুমুরিয়া উপজেলার আম্বিয়া (৩৫), সাতক্ষীরার তালা উপজেলার মো. সিফাতুল্লাহ (৮৫) ও বাগেরহাটের মোংলা উপজেলার প্রদীপ (৬৫)।
খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান ডেইলি স্টারকে জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালটির করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পাঁচ জনের মৃত্যু হয়েছে।
তারা হলেন, খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন এলাকার এম এ হাসেম (৬৮), বটিয়াঘাটা উপজেলার জেবুনেচ্ছা (৬৭), বাগেরহাটের সদর উপজেলার নারায়ণ (৭১), নড়াইলের লোহাগড়া উপজেলার আব্দুর রহমান (৬০) ও গোপালঞ্জের আড়পাড়ার সুফিয়া বেগম (৪৫)।
খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ ডেইলি স্টারকে জানিয়েছেন, গতকাল সোমবার রাতে খুমেকের পিসিআর মেশিনে ৪৬৪ জনের নমুনা পরীক্ষায় ১৮৪ জনের করোনা পজিটিভ এসেছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৯ দশমিক ৬৫ শতাংশ।
Comments