ভারতে ২৪ ঘণ্টায় শনাক্ত ২.৯৪ শতাংশ
ভারতে গত ২৪ ঘণ্টায় আরও ৪৬ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৯৭৯ জন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৯৪ শতাংশ।
আজ সকাল সাড়ে দশটায় ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের ড্যাশবোর্ডের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১৫ লাখ ৭০ হাজার ৫১৫ জনের নমুনা পরীক্ষায় ৪৬ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ে আরও ৯৭৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা হলো তিন কোটি দুই লাখ ৭৯ হাজার ৩৩১ এবং মোট মৃত্যু হয়েছে তিন লাখ ৯৬ হাজার ৭৩০ জনের।
পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২.৯৪ শতাংশ এবং তা এর আগের ২৪ ঘণ্টার চেয়ে কিছুটা বেশি। এর আগের ২৪ ঘণ্টা শনাক্তের হার ছিল ২.৮২ শতাংশ।
এ ছাড়াও, দেশটিতে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৫৮ হাজার ৫৭৮ জন।
Comments