করোনাভাইরাস

কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় শনাক্ত ৩৭.৮০ শতাংশ, মৃত্যু ৪

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৫৫টি নমুনা পরীক্ষায় ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়ে ১২৫টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয় ৩২২টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭.৮০ শতাংশ।
কুষ্টিয়া
স্টার অনলাইন গ্রাফিক্স

কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৪৫৫টি নমুনা পরীক্ষায় ১৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা হয়ে ১২৫টি নমুনা ও র‌্যাপিড এন্টিজেন পরীক্ষা হয় ৩২২টি। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৭.৮০ শতাংশ।

আজ সোমবার জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

সিভিল সার্জন জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া সবাই কুষ্টিয়া জেলা স্বাস্থ্য বিভাগের অধীনে চিকিৎসাধীন ছিলেন।

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার জানান, আজ সকাল ৯টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালের ২৫০ শয্যার করোনা ইউনিটে ভর্তি আছেন ১৬৪ জন।

তিনি আরও জানান, আজ সকাল ৯টা পর্যন্ত জেলায় হোমআইসোলেশনে আছেন ১৬৫১। গতকাল ছিলেন ১৫৫৬ জন। তার আগের দিন ছিলেন ১৪১২ জন।

এ পর্যন্ত কুষ্টিয়ায় আক্রান্ত হয়েছেন সাত হাজার ৩৫৭ জন এবং মারা গেছেন ১৮৯ জন।

এদিকে কুষ্টিয়া জেলায় চলমান লকডাউন এখনো বহাল রাখা আছে। গত মধ্যরাত থেকে ১৪ দিনের লকডাউন শেষে আজ সোমবার ভোর থেকে আবার লকডাউন বাড়ানো হয়েছে।

Comments

The Daily Star  | English
Sheikh Hasina's Sylhet rally on December 20

Hasina doubts if JP will stay in the race

Prime Minister Sheikh Hasina yesterday expressed doubt whether the main opposition Jatiya Party would keep its word and stay in the electoral race.

5h ago