বলিভিয়ার বিপক্ষেও বিশ্রাম পাচ্ছেন না মেসি
প্রতিপক্ষে বলিভিয়া আসরের সবচেয়ে দুর্বল দল। কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় এই ম্যাচে আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি বিশ্রাম পেতে পারেন বলে আভাস মিলছিল। তবে কোচ লিওনেল স্কালোনি জানালেন মেসি খেলবেন শুরুর একাদশেই।
কোপা আমেরিকার গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায় বলিভিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা।
এর আগে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ শেষ কোচ স্কালোনির কণ্ঠেই আভাস ছিল মেসির বিশ্রামের। বার্সেলোনার হয়ে ভীষণ ব্যস্ত ক্লাব মৌসুম আর আর্জেন্টিনার হয়ে সবগুলো ম্যাচের পুরো ৯০ মিনিট খেলায় মেসির উপর বাড়তি ধকল দেখছিলেন তিনি। ৩৪ পেরুনো মেসিকে তরতাজা পেতে কম গুরুত্বপূর্ণ ম্যাচে বিশ্রামের চিন্তা ছিল আলোচনায়।
কিন্তু বলিভিয়া ম্যাচের আগের সংবাদ সম্মেলনে সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন আর্জেন্টিনা কোচ। নিশ্চিত করলেন খেলছেন মেসি, ‘কেবল একজন খেলোয়াড়ের জায়গা এই দলে নিশ্চিত আছে। সবাই জানে সে কে (মেসি)। অন্যদেরকে এই জায়গা নিজেদের অর্জন করে নিতে হবে।’ কোচের কথায় স্পষ্ট ইঙ্গিত মেসি নির্ভরতা থেকে বেরুতে পারছেন তাদের দল।
বলিভিয়া ম্যাচের একাদশে গোলপোস্টে আসছে বদল। এমিলিয়ানো মার্তিনেসের জায়গায় খেলবেন ফ্রাঙ্কো আরমানি। মধ্য মাঠে ফিরছেন এসকিয়েল পালাসিও।
মেসির সঙ্গে আক্রমণভাগে থাকবেন সম্প্রতি বার্সেলোনায় যোগ দেওয়া সার্জিও আগুয়েরো। শুরুর একাদশে আছেন লাউতেরো মার্টিনেস। অভিজ্ঞ আনহেল দি মারিয়া নেই একাদশে। আছেন আগের ম্যাচে গোল করা আলহান্দ্রো গোমেস।
বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশ: ফ্রাঙ্কো আরমানি, গনসালো মনতিয়েল, হেরমান পেস্সেইয়া, মার্কোস আকুনা, গিদো রদ্রিগেস, এসেকিয়েল পালাসিও, আলেহান্দ্রো গোমেস, আনহেল কোররেয়া, লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, লাউতারো মার্টিনেস।
Comments