ইউরো কাপে সেরা গোলদাতা হওয়ার লড়াইয়ে যারা
ইউরো কাপে চলছে দ্বিতীয় রাউন্ডের খেলা। এরপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল এবং ফাইনাল। ম্যাচ কমে আসছে, খেলার সমীকরণও হচ্ছে পরিষ্কার। এরমধ্যেই বিদায় নিয়েছে দুটি বড় দল। এখনো পর্যন্ত ৫ গোল করে সবার উপরে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে বেলজিয়ামের কাছে হেরে পর্তুগাল টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় রোনালদোর গোল সংখ্যা বাড়ার আর উপায় নেই। রোনালদোর পরের স্থানটি চেক প্রজাতন্ত্রের প্যাট্রিক চেকের। চার ম্যাচ খেলে এই ফরোয়ার্ড করেছেন ৪ গোল। সবচেয়ে বড় কথা নেদারল্যান্ডসকে হারিয়ে তার দল উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। সেরা গোলদাতা হওয়ার লড়াইয়ে তিনিই এখন সবচেয়ে এগিয়ে।
৩ গোল নিয়ে আছেন চারজন। এরমধ্যে জর্জিনিয়ো ভিনালদামের দল নেদারল্যান্ড বিদায় নিয়েছে, রবার্ট লেভানদোভস্কির পোল্যান্ড গ্রুপ পর্বেই বাদ। সুইডেনের এমিল ফর্সবার্গ আর বেলজিয়ামের রোমেলো লুকাকো আসরে টিকে থাকায় তাদের সম্ভাবনা বেঁচে আছে।
দেখে নেওয়া যাক কার কতো গোল, কয়টি অ্যাসিষ্ট
অবস্থান |
খেলোয়াড় |
দেশ |
গোল |
অ্যাসিষ্ট |
মিনিট |
---|---|---|---|---|---|
১ |
ক্রিস্টিয়ানো রোনালদো |
পর্তুগাল |
৫ |
১ |
৩৬০ |
২ |
প্যাট্রিক চেক |
চেক প্রজাতন্ত্র |
৪ |
০ |
৩২৫ |
৩ |
এমিল ফর্সবার্গ |
সুইডেন |
৩ |
০ |
২৫১ |
৪ |
রবার্ট লেভেনদোভস্কি |
পোল্যান্ড |
৩ |
০ |
২৭০ |
৫ |
রোমেলো লুকাকো |
বেলজিয়াম |
৩ |
০ |
৩৫৪ |
৬ |
জর্জিনিয়ো ভিনালদাম |
নেদারল্যান্ডস |
৩ |
০ |
২৭০ |
৭ |
মেম্পিস ডিপাই |
নেদারল্যান্ডস |
২ |
২ |
২৩৭ |
৮ |
জর্দান শাকিরি |
সুইজারল্যান্ড |
২ |
১ |
২১৭ |
৯ |
রোমান ইয়ারমোচাক |
সুইডেন |
২ |
১ |
২৫০ |
১০ |
আন্দ্রেই ইয়ারমোলেনকো |
সুইডেন |
২ |
১ |
২৫০ |
১১ |
চিরো ইম্বোবেল |
ইতালি |
২ |
১ |
২৫৫ |
১২ |
ম্যাতেও পাসিনা |
ইতালি |
২ |
০ |
১৪৪ |
১৩ |
ম্যানুয়েল লকাত্তি |
ইতালি |
২ |
০ |
১৬০ |
১৪ |
ইউসেফ পুয়েলসন |
ডেনমার্ক |
২ |
০ |
২১১ |
১৫ |
কাই হাভার্টজ |
জার্মানি |
২ |
০ |
২১৪ |
১৬ |
রাহিম স্টার্লিং |
ইংল্যান্ড |
২ |
০ |
২৪৬ |
১৭ |
করিম বেঞ্জামা |
ফ্রান্স |
২ |
০ |
২৫৫ |
১৮ |
ইভান পেরিসিচ |
ক্রোয়েশিয়া |
২ |
১ |
২৬১ |
১৯ |
থোগান হ্যাজার্ড |
বেলজিয়াম |
২ |
০ |
২৬৪ |
Comments