৩৩৩ ফোনে সহায়তা, বরাদ্দ ৬৪ জেলার জন্যে ২৩ কোটি টাকা

করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউনে দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীনদের মানবিক সহায়তা দিতে ২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ৩৩৩ নম্বরে ফোন করে সহায়তা পাওয়া যাবে।
স্টার ফাইল ছবি

করোনাভাইরাসের বিস্তার রোধে লকডাউনে দরিদ্র, দুস্থ, অসচ্ছল ও কর্মহীনদের মানবিক সহায়তা দিতে ২৩ কোটি ৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ৩৩৩ নম্বরে ফোন করে সহায়তা পাওয়া যাবে।

এই অর্থ দিয়ে ৬৪ জেলায় চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সহায়তা দেওয়া হবে।

আজ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রাণ কার্যক্রম তদারকি করবেন জেলা প্রশাসকরা। তারা ইউনিয়ন পর্যায়ে বরাদ্দ বণ্টন করবেন।

Comments

The Daily Star  | English

DMCH doctors threaten strike after assault on colleague

A doctor at Dhaka Medical College Hospital (DMCH) was allegedly assaulted yesterday after the death of a private university student there, with some of his peers accusing the physicians of neglecting their duty in his treatment

5h ago