করোনাভাইরাস

আজ সর্বোচ্চ শনাক্ত ৮৩৬৪, মৃত্যু ১০৪

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও আট হাজার ৩৬৪ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ৭ এপ্রিল সাত হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ৯৬ হাজার ৭৭০ জন।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও আট হাজার ৩৬৪ জনকে শনাক্ত করা হয়েছে। এটিই এখন পর্যন্ত দেশে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এর আগে গত ৭ এপ্রিল সাত হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন আট লাখ ৯৬ হাজার ৭৭০ জন।

একই সময়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ১০৪ জন। এর আগে গতকাল ১১৯ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মারা গেছেন ১৪ হাজার ২৭৬ জন।

আজ সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ৩৫ হাজার ৫৯টি নমুনা পরীক্ষা করে আরও আট হাজার ৩৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৩ দশমিক ৮৬। এর আগে গতকাল শনাক্তের হার ছিল ২১ দশমিক ৫৯ শতাংশ ও গত পরশু ছিল ২২ দশমিক ৫০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিন হাজার ৫৭০ জন। মোট সুস্থ হয়েছেন আট লাখ সাত হাজার ৬৭৩ জন।

আজ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১০৪ জনের মধ্যে ৬৮ জন পুরুষ ও ৩৬ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে পাঁচ জনের বয়স ২১-৩০ বছরের মধ্যে, চার জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ২৩ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ৫৮ জন।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, দেশে এখন পর্যন্ত মোট পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ছয় শতাংশ ও মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

আরও পড়ুন:

আজ সর্বোচ্চ মৃত্যু ১১৯

আজ শনাক্তের হার ২২.৫০ শতাংশ, মৃত্যু ৭৭

একদিনে করোনায় মৃত্যু বেড়ে ১০৮

৭২ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত ৬০৫৮, মৃত্যু ৮১

Comments

The Daily Star  | English
Bangladeshi migrant workers in gulf countries

Can we break the cycle of migrant exploitation?

There has been a silent consensus on turning a blind eye to rights abuses of our migrant workers.

6h ago