এবার আর্ম ব্যান্ডে লাথি মারলেন রোনালদো

ক্ষুব্ধ রোনালদো শুধু ব্যান্ড ছুঁড়েই ক্ষান্ত হননি, লাথিও মারেন তাতে।
ronaldo arm band
ছবি: টুইটার

কয়েক মাস আগে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচে নায্য গোলবঞ্চিত হয়েছিলেন পর্তুগালের অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদো। এরপর বেজায় ক্ষেপে গিয়ে মাঠেই নিজের আর্ম ব্যান্ড ছুঁড়ে ফেলেছিলেন তিনি। আরও একবার দেখা মিলল তেমনই এক দৃশ্যের। ২০২০ ইউরোর শেষ ষোলো থেকে ছিটকে গিয়ে মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ রোনালদো শুধু ব্যান্ড ছুঁড়েই ক্ষান্ত হননি, লাথিও মারেন তাতে।

রবিবার রাতে সেভিয়াতে বেলজিয়ামের কাছে ১-০ গোলে হার মানে পর্তুগাল। তাতে ইউরোপের সর্বোচ্চ ফুটবল আসর থেকে বিদায় ঘণ্টা বেজে গেছে আগেরবারের চ্যাম্পিয়নদের। ম্যাচের ৪২তম মিনিটে থোর্গান হ্যাজার্ডের দর্শনীয় লক্ষ্যভেদে কপাল পোড়ে রোনালদোদের।

দুই হেভিওয়েট দলের মধ্যে প্রথমার্ধে দেখা যায় সমানে সমান লড়াই। সমতায় ফিরতে মরিয়া পর্তুগিজরা দ্বিতীয়ার্ধে নিংড়ে দেয় নিজেদের। তাদের মুহুর্মুহু আক্রমণের বিপরীতে রক্ষণ সামলাতে ব্যস্ত হয়ে পড়ে বেলজিয়ানরা। কিন্তু ৫৮ শতাংশ সময়ে বল পায়ে রাখা ফার্নান্দো সান্তোসের শিষ্যরা গোলমুখে ২৩টি শট নিয়েও কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে শিরোপা ধরে রাখার অভিযানে তাদের থামতে হয় শেষ ষোলোতে।

ম্যাচের শেষ বাঁশি বাজলে বেলজিয়ামের খেলোয়াড়রা যখন উল্লাসে মেতে ওঠেন, তখন হতাশায় আচ্ছন্ন রোনালদো মাঠেই বসে পড়েন। পরবর্তীতে প্রতিপক্ষের তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনের সঙ্গে হাত মিলিয়ে মাঠ ছাড়ার সময় মেজাজ আর ধরে রাখতে পারেননি তিনি।

প্রথমে হাতে থাকা আর্ম ব্যান্ড মাটিতে ছুঁড়ে ফেলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফরোয়ার্ড রোনালদো। পরে ৩৬ বছর এই বয়সী তারকা ডান পায়ে লাথি মারেন আর্ম ব্যান্ডে। সেসময় পাশে থাকা একজন আর্ম ব্যান্ডটি তুলে রোনালদোকে শান্ত করার চেষ্টা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে ওই ভিডিও ফুটেজটি।

এবারের ইউরোতে নিয়মিত গোল পাচ্ছিলেন রোনালদো। গ্রুপ পর্বে তিনি করেন ৫ গোল। ফ্রান্সের বিপক্ষে আগের ম্যাচে জোড়া গোলে সর্বকালের সর্বোচ্চ আন্তর্জাতিক গোলের রেকর্ডে আলী দাইকে ছুঁয়ে ফেলেন তিনি।

Comments