ফরিদপুরে বেসরকারি পাটকলে অগ্নিকাণ্ড, ৪ কোটি টাকার ক্ষতি দাবি
ফরিদপুরের মধুখালী উপজেলার একটি বেসরকারি পাটকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ সোমবার বেলা ২টার দিকে উপজেলার রায়পুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে অবস্থিত বেসরকারি মাজেদা পাটকলে আগুন লাগে। পরে মধুখালীসহ ফরিদপুর, বোয়ালমারী ও সালথা থেকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়।
এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করতে পারেনি ফায়ার সার্ভিস। তবে, মিল কর্তৃপক্ষের ভাষ্য, এতে তাদের অন্তত চার কোটি টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, ২০১০ সালে রায়পুর এলাকায় এই পাটকলটি স্থাপন করা হয়। পরে ২০১৬ সালে বর্তমান মালিক সাইফুল ইসলাম এটি কিনে নেন।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার টিটো সিকদার জানান, পাটকলটির সুতা তৈরির একটি কক্ষ থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
তিনি বলেন, ‘আগুনে পাট নয়, পাট থেকে তৈরি সুতার বান্ডিলগুলো পুড়ে গেছে। তবে, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।’
অবশ্য পাটকলটির প্রশাসনিক ব্যবস্থাপক মাধব কুমার সরকারের ভাষ্য, অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় মেশিনের ঘর্ষণ থেকে। তিনি বলেন, ‘সম্প্রতি এই পাটকল একশ টন সুতার একটি অর্ডার পেয়েছিল। মিলের যে অংশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানকার একটি ঘরে অর্ডারের ওই সুতার ফিনিশিংয়ের কাজ চলছিল।’
মাধব কুমার সরকার আরও বলেন, ‘আগুনে এ পাটকলের প্রায় চার কোটি টাকার ক্ষতি হয়েছে।’
Comments