জুলাই থেকে ব্যাপকভাবে ভ্যাকসিন দেওয়া শুরু হবে: প্রধানমন্ত্রী

আগামী জুলাই থেকে ব্যাপকভাবে ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ফাইল ছবি: পিআইডি

আগামী জুলাই থেকে ব্যাপকভাবে ভ্যাকসিন দেওয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সংসদ অধিবেশনে তিনি এ কথা জানিয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) গাইড লাইন অনুযায়ী স্কুল-কলেজের সব শিক্ষার্থীদের ভাকসিনের আওতায় আনা হবে।

গতকাল মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানিয়েছেন, আগামী ১ জুলাই থেকে পরবর্তী সাত দিন দেশব্যাপী চলাচলে কঠোর বিধি-নিষেধ কার্যকর থাকবে।

তিনি বলেন, ‘দেশের করোনা পরিস্থিতি বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা কঠোরভাবে বিধি-নিষেধ কার্যকর করবো। এই সময় জরুরি পণ্যবাহী ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। বিধি-নিষেধ কার্যকরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি মোতায়েন করা হবে।’

করোনা মোকাবিলা ও ভ্যাকসিন ক্রয়ে বাংলাদেশের পাশে থাকায় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আজ সংসদে বাজেটের উপর সমাপনী বক্তব্যে আন্তর্জাতিক বহুপাক্ষিক সংস্হা ও বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কোভিড মোকাবিলায় প্রায় সাত বিলিয়ন ডলার ঋণ সহায়তা পাওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক অঙ্গনে অনেক বৃদ্ধি পেয়েছে, যে কারণে এসব সহযোগিতা পাচ্ছি।’

তিনি ১৭ বিলিয়ন ডলার অর্থনৈতিক ক্ষতি আর সরকারের ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের প্রণোদনা প্যাকেজের কথা উল্লেখ করে বলেন, আমরা বহুপাক্ষিক ও উন্নয়ন সহযোগীদের পাশে পেয়েছি। মহামারি নিয়ন্ত্রণ ও প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ অর্থবছরে ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের বাজেট সহায়তা পেয়েছি। আগামী অর্থবছরে আরও দুই বিলিয়ন ডলার বাজেট সহায়তা পাব।

তিনি বলেন, এছাড়া ভ্যাকসিন ক্রয়ে দুই বিলিয়ন ডলার সহায়তার আশ্বাস পেয়েছি।

তিনি বলেন, ‘দেশের সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের প্রতি অগাধ আস্থা রেখে উন্নয়ন সহযোগীরা যে বিপুল ঋণ সহায়তা প্রদান করেছেন, আমি সে জন্য বহুপাক্ষিক ও দ্বিপাক্ষিক বন্ধুপ্রতিম দেশগুলোর প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

 

আরও পড়ুন

১ জুলাই থেকে ৭ দিন চলাচলে কঠোর বিধি-নিষেধ: মন্ত্রিপরিষদ সচিব

মোটরসাইকেলে চালকের সঙ্গে আরোহী নেওয়া যাবে না: ডিএমপি

Comments

The Daily Star  | English
Train derailed in Tejgaon

Dhaka's rail link with most of Bangladesh snapped after derailment in Tejgaon

Railway operation between Dhaka and most of the country was suspended after a train derailed hitting a crane in the Tejgaon area in the capital this evening.

1h ago