দুই বাংলায় এক ‘মহানগর’

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরের সঙ্গে এক অনুষ্ঠানে দেখা হয়েছিল গত রোববার রাতে। আলাপচারিতার মাঝেই আশফাক নিপুন নির্মিত ‘মহানগর’ ওয়েব সিরিজের প্রশংসা করলেন তিনি। তার মতে, এমন কাজ আরও বেশি হওয়া দরকার।

পাশেই ছিলেন মডেল ও চিত্রনায়ক ইমন। সিরিজটি নিয়ে তিনিও তার মুগ্ধতা প্রকাশ করলেন।

গত কয়েকদিনে পেশার সূত্র ধরে অনেকের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে ‘মহানগর’ তাদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। কেউ বলেছেন, বাংলাদেশের কোনো ওটিটি প্ল্যাটফর্ম হলে এটা প্রচার করতে পারতো না।

ভারতীয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এই ওয়েব সিরিজ ও মোশাররফ করিমের অভিনয় নিয়ে লিখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওপার বাংলাতেও সমান জনপ্রিয় হয়েছে এই সিরিজটি।

ওটিটি প্লাটফর্ম হইচই-এ মুক্তি পেয়েছে বাংলাদেশি ওয়েব সিরিজ ‘মহানগর’। আশফাক নিপুনের নির্মাণে ওসি হারুনের ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম। দুই বাংলার দর্শক মুগ্ধ তার অভিনয়ে।

এ ছাড়াও জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, লুৎফর রহমান জর্জ, মোস্তাফিজুর নুর ইমরান, নাসিরউদ্দিন খান, শাহেদ আলীসহ প্রত্যেকেই অভিনয় গুণে মুগ্ধ করেছেন দর্শকদের।

রাজধানী ঢাকার একটি রাতের কয়েক ঘণ্টার গল্প ‘মহানগর’। একটা মহানগরে এমন অসংখ্য ঘটনা ঘটে। তারই ছোট্ট একটা অংশ উঠে এসেছে এই ওয়েব সিরিজে।

এর পর্বগুলো হচ্ছে—ঈশানের মেঘ, চিচিং ফাঁক, শাপে বর, গলার কাঁটা, অমাবস্যার চাঁদ, অন্ধের যষ্ঠি, গোঁড়ায় গলদ ও কিস্তিমাত।

দুই বাংলার দর্শক এখন অপেক্ষায় মহানগরের দ্বিতীয় সিজনের।

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualifies for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

15m ago